জাতীয়

পাবনায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় আটক ৬

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

 

রোববার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের কালু সরদারের ছেলে খোকন সরদার (৩২), আনছার মোল্লার ছেলে আহসান হাবীব আছান (২৫), করমজা নিশিপাড়া গ্রামের অঞ্জন দাশের ছেলে সুজন দাশ (১৮), নরেন চন্দ্র দাশের ছেলে বৃষ্ণচন্দ্র ওরফে বিশু চন্দ্র দাশ (২৭), মৃত গীরিশ চন্দ্র দাশের ছেলে লিটন দাশ (২০) ও পৌর সদরের দত্তকান্দি মহল্লার রাজু প্রামাণিকের ছেলে আবু বক্কার সিদ্দিক (১৬)।

 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, ‘সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার পর আটক করা হয়েছে। আটককৃতদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট দুপুরে অপহরণকারী সন্দেহে সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাটে গণপিটুনিতে নাটোরের আলাউদ্দিন ওরফে আলাল, দিনাজপুরের আসলাম ও বগুড়ার আবু বক্কার নামের তিনজন নিহত হন। পরে এ ঘটনায় নিহত আলাউদ্দিনের ভাই রানা শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা তিন হাজার মানুষকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

     

রাইজিংবিডি/পাবনা/৩০ আগস্ট ২০১৫/শাহীন রহমান/রুহুল/এএন