জাতীয়

এরশাদের সঙ্গে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাঙ্গে তার বারিধারার বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে উভয়ে আলোচনায় মিলিত হন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি ইউন ইয়াং সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সর্বোতভাবে সহযোগিতা করার কথা তিনি স্মরণ রাখবেন।সাক্ষাৎকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো বেগবান হবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.) উপস্থিত ছিলেন।

     

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/নঈমুদ্দিন/মুশফিক