জাতীয়

ওমরাহর নামে মানব পাচার : এজেন্সিগুলোর শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক : ওমরাহর নামে মানব পাচারের অভিযোগে ৫২টি হজ এজেন্সির বিরুদ্ধে শুনানি চলছে। অভিযোগ তদন্তে ধর্ম মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের কমিটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এজেন্সি মালিক-প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করছে। শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত। তদন্তকাজে নেতৃত্ব দিচ্ছেন কমিটির প্রধান ও ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শহিদুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের অফিস কক্ষে প্রায় ২০টি এজেন্সির মালিক-প্রতিনিধির কাছ থেকে অভিযোগের শুনানি গ্রহণ করা হয়। বাকিদের পর্যায়ক্রমে ডাকা হচ্ছে। শুনানি শেষে কমিটি মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দেবে। এ ব্যাপারে কমিটির প্রধান মো. শহিদুজ্জামান বলেন, ‘দ্বিতীয় দফা শুনানি চলছে। আমরা তাদের বক্তব্যের সঙ্গে তথ্য প্রমাণ নিচ্ছি। শুনানি শেষে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেব।’এর আগে ১ সেপ্টেম্বর ৫১টি হজ এজেন্সিকে ডাকা হয়। তাদের মধ্যে ৫০টি এজেন্সির মালিক-প্রতিনিধি হাজির হন। মোট ১০৪টি এজেন্সির বিরুদ্ধে ওমরাহর নামে মানব পাচারের অভিযোগ করেছে সৌদি হজ অফিস। এ জন্য বর্তমানে ওমরাহ ভিসা প্রদানও বন্ধ করে দেয় তারা। ওমরাহর নামে মানব পাচারে জড়িত থাকার অভিযোগ এনে ১০৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে চিঠি দেয় সৌদি সরকার। দীর্ঘদিন গড়িমসির পর ধর্ম মন্ত্রণালয় ২৩ আগস্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শহিদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/নঈমুদ্দিন/দিলারা/এএন