সচিবালয় প্রতিবেদক : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
একই সঙ্গে কুমিল্লার মুরাদনগর থানাকে ভেঙে ১০টি ইউনিয়ন নিয়ে ভাঙ্গুরাবাজার নামে নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে নিকারের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। বৈঠকে কুমিল্লার হোমনা উপজেলার সীমানা সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়।
রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৫/নঈমুদ্দীন/সাইফুল