জাতীয়

শার্শায় যুবক হত্যা, আটক ২

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় একটি মোবাইল চুরির ঘটনায় আদিম বর্বরতাকেও হার মানিয়েছে। কুপিয়ে, খুঁচিয়ে, পিটিয়ে, শরীরে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন শেষে হত্যা করা হয়েছে সাইফুল নামে এক যুবককে। নিষ্ঠুরতার পাখায় এবার আরেকটি পালক যুক্ত হলো যশোরের শার্শা থানায়। এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরির অভিযোগে নৃশংসভাবে হত্যা করা হয় সাইফুল ইসলামকে (২৮)। ধারালো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশ চিড়ে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে এবং পুরুষাঙ্গ থেতলে নির্যাতন করে হত্যা করা হয় যুবকটিকে। এ সময় পানির জন্য চিৎকার করলেও তাকে পানি খেতে দেয়নি ঘাতকরা।রোববার ভোররাতে যশোরের শার্শা উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারে এখন মাতম চলছে। নিহতের ভাই বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চারজনের মামলা করেছেন। এ ঘটনায় শার্শা থানা পুলিশ দুজনকে আটক করেছে।  তবে পুলিশ প্রকৃত আসামিদের আটক করতে পারেনি। বরং মামলা প্রত্যাহারের জন্য ঘাতকরা পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে নিহতের পরিবারের অভিযোগ। শার্শা থানার ওসি এনামুল হক বলেন, ঘনটাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

     

রাইজিংবিডি/বেনাপোল/১৪ সেপ্টেম্বর ২০১৫/এম এ রহিম/মুশফিক