জাতীয়

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : গ্রেফতার ২

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের দোয়ারপাড়ের কারিগরপাড়া এলাকায় চাঞ্চল্যকর মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি মো. আলীসহ (৩৭) দুজনকে বুধবার গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মাগুরা ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে সকালে পুলিশ আলীকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরো জানান, সকাল ১০টার দিকে আলীকে মাগুরা শহরের মহিলা কলেজ সড়কে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে রাতে সাংবাদিকদের সামনে তাকে উপস্থাপন করা হয়। অন্যদিকে এ মামলার ১৫ নম্বর আসামি সোলায়মানকে ঢাকায় গ্রেফতার করা হয়।   গত ২৩ জুলাই বিকেলে চাঁদাবাজি, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার নিয়ে শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকা কামরুল ভূঁইয়া ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মমিন ভূঁইয়া নামে একজন নিহত ও গর্ভের শিশুসহ (পরে নামকরণ হয় সুরাইয়া ) গুলিবিদ্ধ হন নাজমা খাতুন নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল বাদী হয়ে আলীসহ ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। গত ১৭ আগস্ট ওই মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মামলার প্রধান আসামিসহ ইতিমধ্যে ১৪ আসামি গ্রেফতার রয়েছে।

       

রাইজিংবিডি/মাগুরা/১৭ সেপ্টেম্বর ২০১৫/মো. আনোয়ার হোসেন শাহীন/রণজিৎ/এএন