জাতীয়

বৃষ্টিতে ঘরমুখো মানুষের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক : আপনজনদের সঙ্গে ঈদ করতে সীমাহীন দুর্ভোগ মেনে নিয়েই নাড়ির টানে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ।

 

সোমবার সকালে বৃষ্টির কারণে রাজধানীতে যানজট আরো বেড়েছে। কোথাও কোথাও জলাবদ্ধতা হয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষ। সড়ক ও মহাসড়কের গর্তগুলোতে পানি জমেছে। বৃষ্টি আর যানজটের কবলে পড়ে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

 

বৃষ্টির মধ্যেও সকাল থেকে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর ও শ্যামলী বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

আগামী বুধবার সরকারি ও ব্যক্তিমালীকানাধীন সব প্রতিষ্ঠানের শেষ অফিস। তাই মাত্রারিক্ত যানজট এড়াতে অনেকেই আগেভাগে ঢাকা ছাড়ছেন।

 

গাবতলী বাস কাউন্টার থেকে মোহাম্মদ হারুন নামের এক যাত্রী বলেন, আমি উত্তরাতে থাকি। ছোটখাটো একটা ব্যাবসা করি। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। তবে বৃষ্টির কারণে সকালে গাবতলীতে পৌঁছাতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে।

 

বাসের শিডিউলে কোনো সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না সকাল থেকেই দেখেছি সঠিক সময়ে কাউন্টার থেকে বাস ছেড়ে যাচ্ছে। তবে কাউন্টার থেকে আমাদের আগে থেকেই বলা হয়েছে বিভিন্ন স্থানে কোরবানির হাট বসার কারণে ১৫ থেকে ২০ মিনিট দেরি হতে পারে।

 

বরিশালের উজিরপুরের যাত্রী আবদুল মজিদ বলেন, কাল আরো বেশি ভিড় বাড়তে পারে, তাই আগেভাগেই বাড়ি যাচ্ছি।

     

রাইজিংবিডি/ ঢাকা/ ২১ সেপ্টেম্বর ২০১৫/মিথুন/ইভা