জাতীয়

প্রসূনের গান

                 

|| অহ নওরোজ ||নিভিয়ে দিলাম মোমের শিখা।অতঃপরমদের মতন আবহাওয়া,মুক্তার মত রং; নরম আলো,আর নীরব অন্ধকার মাখানো আকাশআমায় ঘিরে ধরে।হায় নিঃসঙ্গতা !এক শহর লোকের মাঝেআমি বড় একেলা।ভাগ্যিস!মায়া ছিল,ছায়া ছিল,প্রেম ছিল,আনন্দ ছিল ফাল্গুনের।রং আর সুরভী ছিল প্রসূনের।আহা প্রসূন! কারো জন্মরঙে চেরি রঙের ভেলভেটকারো রক্তলাল সিল্ক,কেওবা তুষার বনফুল।যেন রকমারি উজ্জ্বলতায়  ভরা প্রতিটি প্রসূন।এদের রংআমাকে বর্ণালী বিস্ময় ওআগ্রহ দিয়েছে জীবনের।এদের ঘ্রাণসুগন্ধির তসবীর দিয়েছে জ্যোৎস্নায়,কিংবা সংজ্ঞাহীন আনন্দ দিয়েছেপোষা বর্ষায়।তাই সমস্ত নিঃসঙ্গতা যখননেমে এসেছে ধীরে,আমার বক্ষের প্রতিটি নালি,শরীরের প্রতিটি ঘ্রাণেন্দ্রিয়,মস্তিষ্কের সকল নিউরনেএদের গান বেজে চলে অবিরত।আমি বেঁচে থাকি,ভালো থাকি,সুখে থাকিএইসব প্রসূন সন্ধ্যায়।নয়াপল্টন, ঢাকারাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়