জাতীয়

কবিতা আমার মেয়ে

                     

|| হাবীবাহ নাসরীন ||কবিতা ছাড়া কে আছে এমন বলোযার কথা এই আমার কথাই বলে।কবিতার পথে ভিখিরি হয়েছি তাইনাম লিখিয়েছি সবহারাদের দলে!কবিতার মতো বলো কে বেসেছে ভালোকে দিয়েছে মুছে কান্নার নীল রেখা।কত প্রিয়জন পলকে গিয়েছে দূরেকবিতা কখনও করেনি আমাকে একা!কে দিয়েছে আর এতোখানি প্রশ্রয়কবিতার মতো আদরে আহলাদে।আমার দুচোখ মুছে দিয়ে যায় ঠিককবিতা তো তবু গোপনে লুকিয়ে কাঁদে,কবিতা আমার মায়ের মতোই বুঝিকখনও কখনও মা`র থেকে কিছু বেশি!হাসি ও গল্পে যে কথা লুকাই মাকেকবিতার বুকে সেই কথা নিয়ে থাকি।কবিতা আমাকে, আমি কবিতাকে চিনিতাইতো কবিতা যায় না আমাকে ছেড়ে।কবিতাকে ঘিরে সবটুকু ভালোবাসাদিনি দিন তবু যাচ্ছে তা আরো বেড়ে।রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়