জাতীয়

ল্যান্ডস্কেপ

                 

|| শামীম সাঈদ ||বিষাদের উপমা আমি জানি- স্রেফ,বমিবমিভাব জোছনায় ডুবে অম্লাত্মক চাঁদের সাথে ঘর বসবাস,পিত্তজ্বালা করা একরাতে ট্যাঙাবোধ নিয়েবিভীষিকা নির্মাণ শৈলির মতো শিল্পসারপ্রকৃতির গ্যাস্ট্রিক প্রবণতার চিমশে মুখ,বুক জ্বালাপোড়া করা নীল চোখঠারেঠুরে বোঝাতে চায়-নৈশব্দ স্বভাবত মাইগ্রেন প্রবণ;শব্দেই প্রকৃত যৌনতা থাকে,ঘোঁৎ ঘোঁৎ রকম ব্রহ্ম পরাতালকচু বনে কিংবা মেটেআলু কাননে,বাৎসায়ন দেখেছেন- ল্যান্ডস্কেপ,সে এক অনন্য শূকরের বাথান!

রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়