জাতীয়

প্রতিচ্ছবি

                 

|| পাঠান জামিল আশরাফ ||আমি দেখি অবিকল আয়না যেন আমার বাবার মুখঠায় দাঁড়িয়ে আছে এবং দেখছে আমাকেআমি অপরাধী মুখ করে চোখ নামিয়ে নিই এবং পতিত হতে থাকি বাবা খপ করে ধরে ফেলেএকটা শক্ত সবল হাত হৃৎপিণ্ড মুঠো করে ধরে বলে দাঁড়াও হেসে বলে, ‘সাবধানে বাবা, দেখে হাঁটো’আমি হাঁটতে থাকিসন্ধ্যা নক্ষত্রের দিকে নক্ষত্রগুলোএকেকটি লক্ষ্যের মত উজ্জ্বলসজল আমার বাবার মুখআয়না বরাবর আমি। কবি ও গদ্যকার, খোলা জানালা নামক স্থানীয় ছাত্র-পত্রিকার সঙ্গে যুক্ত। জন্ম ১৯৯০, ময়মনসিংহ। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়