জাতীয়

গোপনতর সত্যের অভ্যন্তরে

                   

|| ইকবাল মাহফুজ ||মাটির স্তন থেকে ঝরে পড়ে বাদামী আভাত্বকের সুবাস থেকে তুমি নাও সভ্যতার ঘ্রাণমাটির স্তনগুলো উঁচু হতে হতে যখনপাহাড়ের বুকে মেলে। অবিনাশি গানভাসে ফেরারি হাওয়ার শরীর থেকে।আমি সে গানের ভাষা অনুবাদ করতে করতেঢুকে যাই মাটি-কাদার অভ্যন্তরে!আর আঁকাবাঁকা পাহাড়ি নদের স্রোতেতখন ভেসে বেড়ায় হাসিদের স্বরমাটির ঘর্মাক্ত শরীর থেকেআমি ছেকে নেই কামনার্ত ঘামজ্বর।মাটি-জলের নরম বক্ষ হতেবেড়ে ওঠে যে সভ্যতার আদিম ঘ্রাণতুমি যদি তার সূক্ষ্মতর গোপনসত্য জানতেরাত্রির স্তন থেকে ঝরে যেত সব লালসার প্রাণ।আরামবাগ, মতিঝিল, ঢাকা। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়