জাতীয়

কণ্ঠনালীর চেয়েও নিকটে

                 

|| হাফিজ আল-জাহিদ ||আর তোমরা বল যে, তোমাদের গলায়ঝুলে আছে তোমাদের অদৃষ্টঠিক যেন মুক্তোর মালাঅথচ তোমরা তা জানো না এবং তোমরা তা বয়ে বেড়াও আমৃত্যু।তবে তোমরা সেই অদৃশ্য মালাছিড়ে ফেলছো না কেন?কেনই বা গুণে দেখছো না কটি দানাই বা আছে?কিংবা কেন হাতের মুঠোয় মুঠো করেদেখছো না কী বা আছে?অথচ তোমরা তা করছো যা হয়তো তোমরা জানো নাকিংবা জানো এবং ভাঙো।তোমাদের হাতেই পুনর্বিন্যাস হোকসেই মুক্তোর মালা যা তোমাদের কণ্ঠনালীর চেয়েও নিকটে এবং তোমাদেরই হাতে।কবিতা, ছোটগল্প ও ভ্রমণ লেখক। আরবি ও ইংরেজি ভাষার অনুবাদক। জন্ম ১৯৮৬, মানিকগঞ্জ। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়