জাতীয়

এখন প্রেমের সময় নয়

                   

|| বলরাম রায় দ্বীপ || যে শহরে ভোরের আলো রোজ মৃত্যু পারোয়ানা নিয়ে আসে দরজায় দুর্ধর্ষ বুটের আওয়াজ,আকাশে ভয়ানক শকুনের ওড়াউড়ি রেস্তরাঁয় বিস্ফোরণ, উড়ে যায় হাসপাতাল; এমন শহরে এই মুহূর্তে প্রেম বেমানান কি না, জানি না কীভাবে প্রেম নিবেদন করা যায় তোমাকে ?এক একবার ইচ্ছে করে রক্ত পিপাসু বুলেট উপেক্ষা করে মুখোমুখী দাঁড়াই তোমার; ছুঁয়ে দেই তোমার দুঃখী দুটি চোখ, খুব যত্নে স্পর্শ করি তোমার ভয়ার্ত হৃদয়;যেখানে এখনো লেখা হয় নি কারো নাম । প্রথম দর্শনেই তুমি চিনতে পারবে আমাকে? আমি তোমাকে ভালবাসি।বাবার মৃত্যুতে কতোটা দুঃখী তুমি, কতটা নির্মম তোমার চোখ? দেখতে ইচ্ছে করে শুনতে ইচ্ছে করে তোমার প্রতিবাদী কণ্ঠস্বর,‘তুমি বিপ্লবী হও,আমি তোমাকে ভালবাসি’তুমি জানবে না, জানার কথা নয়; ঈশ্বর জানেন আমার অবস্থান;একদিকে তুমি অন্যদিকে আমার উদ্বাস্তু পরিবার মাঝখানে আমি, ওপরে যুদ্ধ বিমান‘আমি তোমাকে ভালবাসি’। কবি ত্রৈমাসিক শব্দীয়  সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক। জন্ম  ১৯৯২, দিনাজপুরে। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়