জাতীয়

ঈদের দিনেও নাড়ির টানে ছুটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা আজ। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও ছুটে চলছে ঘরমুখি মানুষ।  শুক্রবার সকালে রাজধানীর অন্যতম বাস কাউন্টার গাবতলী গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।

 

সরজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই যাত্রীরা গাবতলী বাস কাউন্টারে ভিড় জমিয়েছে। তবে আজ যাত্রীদের সংখ্যা খুব একটা বেশি নেই।

 

কথা হয় মিলন হাওলাদারের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি একটি জামা কাপড়ের শোরুমে কাজ করি। ঈদ উপলক্ষে ছুটি পাইনি। বৃহস্পতিবার রাত ১২টার সময় ছুটি পেয়েছি। ভেবেছিলাম রাতেই বাড়ি যাব। কিন্তু রাতে যাওয়াটা ঝুঁকিপূর্ণ, তাই সকাল সকাল যাচ্ছি।’

 

গাবতলীর সাকুরা বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ মাইনুল জানান, সকাল থেকেই কিছুক্ষণ পর পর যাত্রী আসছে। টার্মিনাল থেকে বাস ও ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে। তবে গত তিন চার দিনের চেয়ে যাত্রীসংখ্যা অনেক কম।

     

রাইজিংবিডি/ ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০১৫/মিথুন/উজ্জল