জাতীয়

বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঘটেছে : বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘কোনো বাধাই বাংলাদেশের অগ্রগতি থামিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাবেই। বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঘটেছে। এ উত্থান ঠেকানো যাবে না।’

 

বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ‘বেসরকারী সেক্টরে প্রথম বাংলাদেশ স্থিতিস্থাপক সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। যৌথভাবে এ সংলাপের আয়োজন করে ইউএনইস্কাপ, এফবিসিসিআই, বিল্ড ও ইউএনডিপি।

 

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। আজ সেই ঘোষণা বাস্তবে রূপ নিয়েছে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘টেকসই উন্নয়ন অর্জনের জন্য সমাজের সব শ্রেণির মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে একটি বৃহত্তর সচেতনতা গড়ে তুলতে হবে।পরিবেশের এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নতির জন্য সরকারের শক্তিশালী বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার ওপর জোর দেওযা উচিত। একই সঙ্গে দুর্যোগ ঝুঁকি কমাতে সরকারসহ সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।’

 

বিল্ড চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, ইউএনইস্কাপের পরিচালক শামীমা শ্রীমানি ও ইউএনআইএসডিআরের কর্মকর্তা সুজিত মাহানতি।

   

রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৫/নিয়াজ/রফিক