জাতীয়

বঙ্গবন্ধুর সহচরকে দেখতে বারডেমে সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন সংসদ সদস্য এম. আব্দুর রহিমকে রাজধানীর বারডেম হাসপাতালে দেখতে গিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর।

 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি বারডেম হাসপাতালে যান। আব্দুর রহিমের শারিরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী।

 

এ সময় হাসপাতালে আব্দুর রহিমের বড় ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি এনায়েতুর রহিম উপস্থিত ছিলেন।

 

গত সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় আব্দুর রহিমকে। গত ২৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ আব্দুর রহিমকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের ৫০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

 

এম. আব্দুর রহিম বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে নিকটাত্মীয়রা জানিয়েছেন।

 

এম. আব্দুর রহিম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৫/এনআর/রফিক