জাতীয়

আইটি কনসালট্যান্টসের আইপিও আবেদন শুরু ২ নভেম্বর

অর্থনৈতিক প্রতিবেদক : ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারাবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আবেদন শুরু ২ নভেম্বর থেকে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত।ওই কোম্পানিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

 

২০১৪ সালের ৩০ জুনে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা ও নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৮.২৮ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট লিমিটেড।জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

   

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৫/নিয়াজ/রফিক