জাতীয়

বগুড়ায় মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স গ্রুপের ওয়েব সাইটে এ হামলার দায় স্বীকার করা হয়।

 

শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় মসজিদের মুয়াজ্জিনসহ চার জন গুলিবিদ্ধ হন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।

 

গুলিবিদ্ধ অপর তিনজন হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মসজিদের ইমাম মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

 

গত মাসে আশুরার আগের রাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শিয়া সম্প্রদায়ের ওপর হামলা হয়। এতে দুজন নিহত হয়। এই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।

 

শিয়া সমাবেশে হামলার ৩৪ দিনের মাথায় গতকাল বগুড়া জেলায় একই সম্প্রদায়ের উপর হামলা হল। 

     

রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৫/উজ্জল/দিলারা