জাতীয়

জাপানি নারীর ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : জাপানি নারী হিরোয়ি মিয়াতার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, জাপানি নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশটি গলে যাওয়ায় আমরা কোন আঘাতের চিহ্ন পায়নি। তবে আমরা হাত ও পায়ের নখ, দাঁতসহ কিছু নমুনা সংগ্রহ করেছি। এ জাপানের পুলিশ আমাদের কাছে চেয়েছে। জাপান দূতাবাসের মাধ্যমে নমুনাগুলো হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেতে ১৫ থেকে ২০ সময় লাগতে পারে।

 

এর আগে শুক্রবার সকালে উত্তরার ১২ নম্বর সেক্টর সিটি করপোরেশন কবর থেকে লাশটি তোলা হয়। কবরস্থানের তত্ত্বাবধায়ক আবদুল কুদ্দুস জানান, একজন জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে মিয়াতার লাশটি কবর থেকে উত্তোলন করে পুলিশ নিয়ে গেছে।

 

বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান জাপানি নারী হিরোয়ি মিয়াতার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।

       

রাইজিংবিডি/ঢাকা/২৭নভেম্বর২০১৫/সজীব/উজ্জল