জাতীয়

বাংলাদেশ আইএমওর ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) গুরুত্বপূর্ণ ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আইএমওর ২৮তম এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিল সেশন এবং ২৯তম অ্যাসেম্বলি সেশনে যোগদান শেষে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান শনিবার দেশে ফিরে এ কথা জানান।

 

আইএমওর প্রধান কার্যালয় লন্ডনে ২৩ নভেম্বর থেকে মূল অধিবেশন শুরু হয়। এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিল ও অ্যাসেম্বলি সেশন ছাড়াও ১১৫তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমওর সদস্য পদ লাভ করে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ আইএমও কাউন্সিলে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে। মন্ত্রী আইএমও সেশনে যোগদান ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ লন্ডন শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী ২১ নভেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৫/নিয়াজ/রফিক