জাতীয়

সায়রা মহসিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠিয়ে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

 

সোমবার সংসদ সচিবালয়ে পাঠানো নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় সংসদের মৌলভীবাজার-৩ শূন্য আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত গেজেট ২৯ নভেম্বর প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হল।’

 

সংসদ সচিবালয়ে সূত্র জানিয়েছে, গেজেটের কপি পাওয়ার পর সংসদ সচিবালয় তিন দিনের মধ্যে শপথের আয়োজন করবে।

 

গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন। এর ফলে সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

     

রাইজিংবিডি /ঢাকা /৩০ নভেম্বর ২০১৫/মিথুন /নিয়াজ/দিলারা