জাতীয়

ফেসবুক কর্তৃপক্ষকে তারানার চিঠি

সচিবালয় প্রতিবেদক : সাইবার নিরাপত্তা বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষকে সোমবার চিঠি দিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

চিঠি পাঠানোর কথা স্বীকার করে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তার কথা চিন্তা করে বিস্তারিত আলোচনার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

 

জানা গেছে, প্রতিমন্ত্রী চিঠিতে বাংলাদেশে ফেসবুকের অপব্যবহারসহ নানা সমস্যা তুলে ধরেন। ফেসবুক কর্তৃপক্ষ চিঠির জবাব কী দেয়, তার অপেক্ষায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয় সূত্র জানায়, ফেসবুক কর্তৃপক্ষ চিঠির জবাব দেওয়ার পর তাদের সঙ্গে আলোচনার বিষয় ঠিক করা হবে।

 

গত শনিবার এক গোলটেবিল আলোচনায় তারানা হালিম বলেছেন, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর তথ্য জানতে একটি চুক্তি করতে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৫/নঈমুদ্দীন/উজ্জল/সাইফুল/এএন