জাতীয়

জানুয়ারিতে ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ৪০ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক : জানুয়ারি মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসেই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। এক মাসের ব্যবধানে রাজস্ব বেড়েছে ৪ কোটি ৪৮ লাখ টাকা, অর্থাৎ প্রায় ৪০ শতাংশ।

 

জানুয়ারিতে ১৫ কোটি ৫৪ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সরকার। ডিসেম্বরে এর পরিমাণ ছিল১১ কোটি ৬ লাখ টাকা।

 

বুধবার ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

 

বিনিয়োগকারীদের লেনদেন থেকে ডিসেম্বর মাসে সরকার ৯ কোটি ১৬ লাখ টাকা রাজস্ব আদায় করে, যা জানুয়ারিতে করেছে ১১ কোটি ৩৫ লাখ টাকা।

 

আর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে ডিসেম্বর মাসে সরকার ১ কোটি ৯০ লাখ টাকা রাজস্ব আদায় করে। জানুয়ারিতে করেছে ৪ কোটি ১৯ লাখ টাকা।

     

রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৬/নিয়াজ/রহমান