জাতীয়

সূচক বাড়লেও কমেছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার সূচকের উত্থানে উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

 

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে।

 

ডিএসইতে ৩১৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৪ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪২ কোটি টাকা।

 

লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

 

ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বিএসসিসিএল, এয়ারেল্ড অয়েল, সিটি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং মিলস, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।

 

দিনশেষে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪ কোটি টাকা। লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

     

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/নিয়াজ/বকুল