জাতীয়

৭৫ ভাগ মানুষ বিদ্যুৎসুবিধা পাচ্ছে : প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক : দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎসুবিধা পাচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে এ সংখ্যা একশতে উন্নীত হয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে এসব কেন্দ্রের ক্ষমতা ১৪ হাজার ২৭১ মেগাওয়াট।

 

রাজশাহী-৫ আসনের আব্দুল ওয়াদুদের অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে সফল অংশগ্রহণের জন্য ৬২ হাজার নগর অনুসন্ধান ও স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী তৈরির পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

     

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/রহমান