জাতীয়

গ্রন্থমেলায় ৭১ নিয়ে ৭১

আবু বকর ইয়ামিন : বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। দেখতে দেখতে ১০দিন অতিবাহিত হয়ে গেল। তবে এবারের মেলার অন্যতম আকর্ষণ ৭১ নিয়ে ৭১। ১৯৭১ সালের ঘটনাবলী সম্পর্কে ৭১ উপন্যাস নিয়ে সিরিজ করেছে ‘বেহুলা বাংলা’ প্রকাশনী। গ্রন্থমেলায় প্রবেশে করে একটু বামে গেলেই মিলবে বেহুলা বাংলা প্রকাশনার স্টল। ৫৭৭ নম্বর স্টলটি জুড়ে রয়েছে স্বাধীন বাংলার বিভিন্ন লেখকের নানা কাব্যগ্রন্থ, উপন্যাস ও গল্পের বই। স্টলের সামনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। অনেকেই বই দেখছেন আবার কেউ কেউ পছন্দের বইটি কিনছেন। ইতোমধ্যে প্রকাশনীতে ৭১ সিরিজের নিয়ে বই এসেছে ৫টি। আগামী ১০-১৫ দিনের মধ্যে আরো ৫০টি বই আসবে বলে জানিয়েছেন প্রকাশক চন্দন চৌধুরী। তিনি বলেন, জানি না মেলায় ৭১-এর সবগুলো সিরিজ নিয়ে আসা সম্ভব হবে কি না। তবে অধিকাংশ সিরিজই চলে আসবে এ মাসের মধ্যে। ইতোমধ্যে ৭১-এর ৫টি সিরিজ এসেছে স্টলে। সেগুলো হল সাইফুল ইসলামের ‘বিস্কুটের টিন’, মামুন রশীদের ‘টিটু মিলনায়তন’, আলী প্রয়াসের ‘বালক ও বুলেট’, বিপ্লব বনিকের ‘দ্য হাইজাকার’, সৈয়দ রিয়াজুর রশীদের ‘জ্যোৎস্নায় এক প্রাচীন নৌকা’। এছাড়া স্টলটির অন্যতম আকর্ষণ হল কবিতার বই। অরবিন্দু চক্রবর্তীর ‘সারামুখে ব্যান্ডেজ’, যাকির সাইদের ‘পিতাপদতীর্থে’, ‘কাব্য দর্শনতত্ত্ব-নিরঞ্জন ঘাটে’, জিয়াবুল ইবনের ‘কোনো বাইপাস নেই’, মেহেদী উল্লাহর ‘ফোকলোর ১ম পাঁচ’, কেতু মন্ডলের কাব্য ‘পাঁজবের প্রতিধ্বনি’, চন্দন চৌধুরীর ‘মা-পাখি ম্যানিয়া’, ‘শিশুতোষ: সাত রঙ্গের ভাই বোন’ ও ‘বিশ্বজয়ী বাংলাদেশ;।    

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/ইয়ামিন/সাইফ