জাতীয়

জাতীয় স্কেলে বেতনের দাবি ইবতেদায়ি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক : ৩০ বছর ধরে বঞ্চিত মাদ্রাসা বোর্ডের নিবন্ধনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানান শিক্ষকরা। 

 

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী বিগত দিনে অনেক প্রতিশ্রুতি দিলেও তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে মন্ত্রণালয়ের অনেক সিদ্ধান্তও বাস্তবায়ন না হওয়ায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা হতাশ। এ কারণে আজ শিক্ষক সমাবেশ, মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিচ্ছেন তারা।

 

সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষদের জাতীয় স্কেলে বেতনের বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা না দেওয়া পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচিসহ আন্দোলন চলমান থাকবে।

 

সমাবেশে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম হিরন, শাহজাহান আলী, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীনসহ আরো অনেকে।

     

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/মামুন/এসএন/এন