জাতীয়

সরস্বতী পূজায় অংশ নিলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট পূজা উদযাপন কমিটি আয়োজিত সরস্বতী পূজায় অংশগ্রহণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

 

শনিবার সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের  শহীদ শফিউর রহমান মিলনায়তনে যান পূজা পালনের জন্য। তখন তিনি সেখানে উপস্থিত সবার খোঁজখবর নেন এবং সবার সঙ্গে পূজা পালন করেন। 

 

বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতী পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং  ধর্মীয় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।

 

এই মহোৎসবের বিশেষ আকর্ষণ ছিল মঞ্চে একটি প্রতিমা ও বক।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, বিশ্বজিৎ রায় প্রমুখ।

     

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/মেহেদী/রুহুল/ এএন