জাতীয়

গ্রন্থমেলায় প্রবাসী লেখক জুয়েলের ‘দেশে বিদেশে’

সাহিত্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় বের হয়েছে জাপান প্রবাসী লেখক জুয়েল আহসান কামরুলের গ্রন্থ ‘দেশে বিদেশে’। গ্রন্থটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশন।

 

জুয়েল আহসান কামরুল দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন। প্রবাসী হয়েও অনবরত লিখে চলেছেন বিভিন্ন কাগজে। দেশে বিদেশে গ্রন্থটি সম্পর্কে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বইটি একটু ব্যতিক্রম । দেশে বিদেশে আমার পথচলা, সুখ-দুঃখ, হাসি-কান্না, রম্য-অনুভূতি যা কিনা জীবনবোধ হিসেবে ওঠে এসেছে। বিশেষ করে সূর্য উদয়ের দেশ জাপান ও জাপানিদের সঙ্গে আমরা কেমন করে সময় পার করি । কেবল জাপান নয়, বাংলাদেশসহ আরও দেশের কথা এসেছে বইটিতে ।’

 

দেশে বিদেশের গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন খন্দকার এনামুল হক ।

     

রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৬/সাইফ