জাতীয়

বাংলাদেশ লেখক শিবিরের ১৪তম প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ‘মুক্তির লড়াইয়ে সৃজনশীলতা, সৃজনশীলতায় মুক্তি’ এই শ্লোগান ধারণ করে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ লেখক শিবিরের চতুর্দশ জাতীয় প্রতিনিধি সম্মেলন।

 

দু’দিনব্যাপী এই সম্মেলন বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার হলে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধন হবে। সম্মেলনের উদ্বোধন করবেন রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমর।

 

বৃহস্পতিবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অধিবেশনে ‘মুক্তির লড়াইয়ে সৃজনশীলতা, সৃজনশীলতায় মুক্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন কথাসাহিত্যিক শওকত আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ, নূর মোহাম্মদ, আজফার হোসেন প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৬/হাসান/তারা