জাতীয়

লোকনাট্য উৎসব মঙ্গলবার শুরু

নিজস্ব প্রতিবেদক: আাগামী ১২ এপ্রিল শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ১৩তম ‘জাতীয় লোকনাট্য উৎসব’।

 

বাঙালির নিজস্ব নাট্য আঙ্গিক মঙ্গল নাট, লীলানাট, ভাসান যাত্রা, পাঁচালি, জারি, মালি, গম্ভীরা, লেটো, ঘাটু, বিচার গান, শাস্ত্রগান, সঙকীর্তন, পুতুল নাচসহ বিভিন্ন লোকনাট্য এ দেশের অন্যতম ঐতিহ্য।

 

১২ এপ্রিল মঙ্গলবার শুরু হয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনব্যাপী চলবে এ উৎসব। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।   বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহীর পুঠিয়া থিয়েটার শাখা এ উৎসবের আয়োজন করছে। ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।  

 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক হাসান আজিজুল হক, সাংসদ ইসরাফিল আলম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না।

 

১৪ এপ্রিল লোকনাট্যোৎসবের সমাপনী ঘোষণা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

অনুষ্ঠানে ১ম দিনের কর্মসূচি-বিকেল সাড়ে ৪টায় উদ্বোধন। ৫টায় শোভযাত্রা, সাড়ে ৫টায় বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর পরিবেশনায় লাঠিখেলা, সন্ধ্যা ৭টায় আলোচনা ও সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা স্মারক প্রদান। সন্ধ্যা ৮টায় স্পন্দন নৃত্যালয়ের পরিবেশনায় লোকনৃত্য। রাত ৯টায় নিরাভরন থিয়েটারের পরিবেশনায় পুতুল নাচ। রাত ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় দেহতত্ব (লালনের গান)।

 

২য় দিনের কর্মসূচি-সন্ধ্যা ৭টায় বিমূর্ত কালচারাল একাডেমির পরিবেশনায় লোকনৃত্য। সন্ধ্যা ৮টায় মাথালের পরিবেশনায় গম্ভীরা, রাত ৯টায় মহাদেব সঙযাত্রা দলের পরিবেশনায় সঙযাত্রা, রাত ১০টায় লোকপালা কুশাল।

 

৩য় দিনের কর্মসূচি-বিকেল সাড়ে ৩টায় শাহবাজপুর লাঠিয়াল দলের পরিবেশনায় লাঠিখেলা, ৫টায় বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৫টায় দেহতত্ত্ব গান, সন্ধ্যা ৭টায় শহীদদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও সমাপনী অনুষ্ঠান। ৮টায় নৃত্যনাট্য, রাত ৯টায় গীতিনাট্য, ১০টায় ঝুমুর যাত্রাপালা।

     

রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৬/ইয়ামিন/শাহনেওয়াজ