জাতীয়

দিগ্বিজয় || আল মাহমুদ

                         

কবিতা লিখবো কবিতার মতো, খাদ্য তো নয়

বাদ্য বাজিয়ে সাধ্যে কুলোলে নিজের বিজয়

নিজেই গাইবো। নাই কোন ভয়, অভয় হৃদয়ে

পদ্য সাজিয়ে বাজিয়ে ডঙ্কা শ্লোগান তুলবো

নেই আশঙ্কা, নেই কোন ভয়, চারিদিকে ওঠে

বিজয়ের ধ্বণি- কার বরাভয়!

 

আমি তো চলেছি, কথাও বলেছি ছড়িয়ে হাস্য

স্বাধীন পা দু’টি চলে দুরন্ত; মানে না দাস্য

 

অট্টহাস্য ঈষাণ কোণেতে হা হা করে বাজে

কার উল্লাস বেজে ওঠে ওই নীলিমার মাঝে।

 

কে অদৃশ্য নাম ধরে ওই আমাকেই ডাকে

এই তো রয়েছি আমি এইখানে

পৃথিবীর বাঁকে।

 

 অলংকরণ : অপূর্ব খন্দকার

     

রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৬/তারা