জাতীয়

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আমবাগান এলাকায় আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন। বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

মন্ত্রী আরও বলেন, ‘এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ৩০ থেকে ৩৫ বছর ধরে বসবাস করছেন। তাদের খাওয়া- দাওয়া থেকে শুরু করে পুনর্বাসন পর্যন্ত যা যা প্রয়োজন তা করা হবে। তবে ধৈর্য্য ধরতে হবে। কি কারণে আগুন ধরেছে তা নিশ্চিত হতে সংশ্লিষ্টদের কাঠোর নির্দেশ দেয়া হয়েছে।’ এ সময় স্থানীয় রাজনীতিবিদরা তার সঙ্গে ছিলেন।

 

সকালের ওই আগুনে বস্তির ১২ টি রুমের প্রায় ৬০ টি কক্ষ পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের লোকজন। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা দুপুর পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 

   

রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৬/মাকসুদ/শাহনেওয়াজ