জাতীয়

ঢাকা থেকে সরানো হ‌বে শিল্পকারখানা : শিল্পমন্ত্রী

সংসদ প্র‌তি‌বেদক : মালিকদের বিশেষ সুবিধা দিয়ে ঢাকা মহানগর থেকে শিল্পকারখানা স্থানান্তরের পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

 

বুধবার দশম জাতীয় সংস‌দের দশম অ‌ধি‌বেশ‌নে সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর টে‌বি‌লে উত্থা‌পিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

 

আমির হোসেন আমু ব‌লেন, ‘ইতিমধ্যে চামড়া শিল্পের কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়েছে। ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনের জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০০ একর জমিতে শিল্পপার্ক নির্মাণের কাজ চলছে। ক্ষুদ্র ও কুটির শিল্পকারখানার জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকল্প বাস্তবায়নাধীন আছে।’

 

মন্ত্রী জানান, ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কেমিক্যালের গুদাম ও কারখানা কেরানীগঞ্জের সোনাকান্দায় স্থানান্তরের বিষয়টি বাস্তবায়নাধীন আছে।

   

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৪ মে ২০১৬/নিয়াজ/রফিক