জাতীয়

বিপাশার মধুচন্দ্রিমার ছবি পোস্ট করলেন করণ

বিনোদন ডেস্ক : বিয়ের পর এখন মধুচন্দ্রিমায় আছেন অভিনেত্রী বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বর্তমানে মালদ্বীপে অবস্থান করছেন তারা। বিয়ের আগে অবকাশ যাপনে গেলে নিজেদের বিভিন্ন ছবি সোশ্যালমিডিয়ায় পোস্ট করতেন এ জুটি। বিয়ের পরেও সেই নিয়ম বজায় রেখেছেন তারা।

 

মধুচন্দ্রিমায় গিয়ে বিপাশার একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন করণ সিং গ্রোভার। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা গেছে, কমলা রঙের বিকিনি পরিহিত বিপাশাকে। অবশ্য বিকিনির ওপর সাদা রঙের একটি পাতলা কাপর শরীরে জড়িয়ে রেখেছেন এ অভিনেত্রী। ছবিটির ক্যাপশনে করণ লিখেছেন, ‘আমার স্ত্রী একজন দেবী। আমি খুব ভাগ্যবান নয় কী?’

 

২০১৫ সালে অ্যালোন সিনেমার সেটে বন্ধুত্ব হয় বিপাশা-করণের। এরপর তাদের মধ্যে হয় প্রেমের সম্পর্ক। গত ৩০ এপ্রিল সাত পাকে বাধা পড়েন এ জুটি।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৬/মারুফ/শান্ত