জাতীয়

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদকঢাকা, ৬ অক্টোবর: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলির আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে শনিবার সন্ধ্যায় । সে হিসেবে পুরো মধ্যপ্রাচ্যে আগামি ১৫ অক্টোবর ঈদুল আযহা উদযাপিত হবে।

এদিকে বাংলাদেশে কবে ঈদ উল আজহা উদযাপন করা হবে তা ঠিক করতে আজ রবিবার সন্ধ্যায় বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ অথবা ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে সৌদি আরবে শনিবার চাঁদ দেখা গেছে। সেই হিসেবে ১০ জিলহজ্ব, অর্থাৎ ১৫ অক্টোবর দেশটিতে ঈদ-উল-আজহা পালিত হবে। ইফা জানিয়েছে বাংলাদেশের আকাশে আজ রোববার পবিত্র জিলহজ্ব মাসের  চাঁদ দেখা গেলে ১৬ অক্টোবর ঈদ হবে।

 

রাইজিংবিডি/ প্রতিবেদক/এএম