জাতীয়

বিটিসিএলের নতুন এমডি কবির হোসেন

নিজস্ব প্রতিবেদক : বিসিএস (টেলিকম) ক্যাডারের কর্মকর্তা এবং বিটিসিএলের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. কবির হোসেন ভূঁঞা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

 

মো. কবির হোসেন ভূঁঞা ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৩ সালের ডিসেম্বর মাসে বিসিএস (টেলিকম) ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ১৯৯২ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সালে পরিচালক, ২০১০ সালে প্রধান কর্মাধ্যক্ষ এবং ২০১৫ সালের ২৮ ডিসেম্বর থেকে বিটিসিএলের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তিনি উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার এবং সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশ ভ্রমণ করেছেন।

 

মো. কবির হোসেন ভূঁঞা ১৯৫৯ সালের ৩ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৬/ইয়ামিন/রফিক