জাতীয়

দিনাজপুরে গম গবেষণা কেন্দ্র পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে গম গবেষণা কেন্দ্র একটি পুর্ণাঙ্গ ইনস্টিটিউট হচ্ছে। গমের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ভুট্টা। নাম হবে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। দেশে গম ও ভুট্টার ফলন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গম গবেষণা কেন্দ্রটিকে একটি পুর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তর করতে নতুন আইনের খসড়া করা হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ প্রসঙ্গে সচিব বলেন, ‘দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় গম গবেষণা কেন্দ্র রয়েছে। এ কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তরের জন্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন আনা হয়েছে। এটা এ জাতীয় অন্যান্য আইনের আদলে করা।’দেশের উত্তরাঞ্চলে ভুট্টার চাষ বাড়ছে। গমের সঙ্গে ভুট্টার উপর যাতে গবেষণা করা যায় এজন্য ভুট্টাকেও এই আইনে আনা হয়েছে। শফিউল আলম বলেন, ইনস্টিটিউট স্থাপনে গমের বিষয়ের সঙ্গে ভুট্টা বিষয়কে যুক্ত করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৬/নঈমুদ্দীন/শাহনেওয়াজ