জাতীয়

সুড়ঙ্গ || রাগীব হাসান

                       

একটি হৃদয়বৃত্তি থেকে খসে খসে যে ধাতব পড়ে-

ঔজ্জ্বল্য নয় বিষাদ মাঠ ভাসিয়ে নেয়...

গ্রীষ্ম আঘাত করে ঝড় ওঠে, বৃষ্টিও নামে-

দাহপত্র সেফেরিসকে চিনিয়ে দেয়, অনেক পরে

দেখি নিত্যসঙ্গী হয়-

অভিন্ন চিন্তাফলক সমুদ্রের যৌনসন্ত্রাস লাঘব করে

জামপাতাদের বোনকে আমিও ঘরে ডাকি

তাদের হৃদয় পড়ে থাকে তাদের গণিত বইয়ের তলায়

মস্তিষ্কের রক্তবীজ সুড়ঙ্গে ভেসে যায়...বিভাস

এসো- সুড়ঙ্গের দেয়ালে সুলতানের চারুচিহ্ন দেখা-ই।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/তারা