জাতীয়

মায়া || মুস্তাফিজ শফি

                       

মায়াবর্তী দিনের টানে আমি আজ

তোমার সামনে দাঁড়ালাম

দুপানির তীর, মধ্য দুপুর,

দোয়েলের শিস- তোমাকে দিলাম।

আদিগন্ত মাঠ, বিস্তৃত জল

মুড়িয়ার বুক তোমাকে দিলাম,

মাধবকুণ্ডের পথ, মন্দিরের সিঁড়ি

নির্জন বন- তোমাকে দিলাম।

সোনাইয়ের ঘাট, বাউলের বাঁশি

শুশুকের ঘাই- তোমাকে দিলাম,

আগামীর রোদ, কিশোরীর হাসি

দূরের স্বপ্ন- তোমাকে দিলাম।

দিনের শেষে ঘনিয়ে এলে

সন্ধ্যা নামের ধুসর ছায়া

মেঠোপথের ধুলোর ভেতর তুমি শুধু

একটুখানি ছড়িয়ে দিও মায়া।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/তারা