জাতীয়

পথের নিয়তি লিখে আরেকটি মেঘের বিকেল || ফকির ইলিয়াস

                       

আবার দেখা হয়ে যায়। সম্ভাব্য সকল সড়ক ধরে হেঁটেছি নিয়ত, একটি

অধুনা মেঘের ছায়া এসে দেখিয়েছে পথ। কীভাবে নিমগ্ন হয়ে ভোরের

শরীরে মিশে যেতে হয়। কতোটা নিকটে এলে নদীও বশ্য হয়ে শিখায়

স্রোতচাষ। আর ভুলে যাওয়া নামতার খাতা খুলে আবার মিলিয়ে নেয়া

যায় পূরণ- ভাগের অলিখিত ভাগ্য।

 

দেখা না হলে অনেক কিছুই জানা হতো না। তোমাদের পড়শী শহরে কার

কার্নিশে জমেছে কতটুকু মেঘ। কার জানালার জালে অগনিত বিকেলবিন্দু

পড়ছে ঝরে। ফিরে আসবে বলে যে বৃষ্টি বর্ষায় নিয়েছিল ছুটি, তারাও

তাগিদ পেয়ে কীভাবে দাঁড়ায় এসে পথে, অঘ্রাণের নবান্ন নিয়মে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/তারা