জাতীয়

সারশূন্য || ফারুক মাহমুদ

                       

মাটি থেকে উচ্চ-দূরে গেলে

                             যত বেশি যাবে

বেড়ে যাবে নৈঃসঙ্গ্যের মৃতস্তূপতল

মিথ্যা হয়ে যাবে

ঘাসের আলস্যে বসে শুনতে পাওয়া মেঘে মেঘ মেঘের মাদল

 

সেই ভালো, সে-ই ছিল ভালো

যত দূর দৃষ্টি যায়- ছোট-বড় আলো

জলের কীর্তনপনা, আরও আরও আরও বেশি জল

 

যত বড় ঘর হবে, কমে যাবে স্থানসংকুলান

 

কিনে আনা বাতাস কি আর

                          মর্মবস্তু হয়ে ওঠে বাতাসের গান!

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/তারা