জাতীয়

মাটির নৈকট্যে যাবো || নাসির আহমেদ

                       

এই বিল এই ধু-ধু শূন্যতার ওই জলরাশি

ভুল হয়ে যেতে পারে নদীর বিভ্রমে

নদী নয়, পলিময় বিলই বটে, শহর ছাড়িয়ে

এইখানে এসে দেখি শাদা মেঘ মাটি ছুঁয়ে আছে।

 

আসলে কি মেঘ, নাকি মেঘের মতন শাদা কিছু

বিলের ওপারে শুভ্র একঝাঁক বক যাচ্ছে উড়ে

তুমি বলবে দূরে বলে হয়তো দেখার হচ্ছে ভুল!

 

বিল যদি নদী হয় মেঘ যদি শাদা বক দূরে

তা হলে ওই যে শীর্ণ পত্র-পুষ্পহীন মরা গাছ

তাতে যদি দেখি রাশি রাশি ফোটা ফুল

দোষ কি এমন ইতিবাচক দৃষ্টির দৃশ্যপটে?

 

আসলে কবির কাজ স্বপ্ন নিয়ে বহুদূরে যাওয়া

বিপরীতে স্রোতে আত্মহননের হাওয়া যত যাক বয়ে

নিঃসঙ্গতার মধ্যে মৃত্যুভয় ছড়াতে ছড়াতে

খরাদীর্ণ মাঠকে ভরাতে আমি তবু যাবো নদী হয়ে

নরম পলির স্বপ্নে মৃত্যু অতিক্রম করে শস্যবীজ বুনে

ফসল ফলিয়ে যাবো আপন আনন্দে একা মাটির নৈকট্যে।

       

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/এএন/তারা