জাতীয়

সুড়ঙ্গ-কথা || শিহাব সরকার

                       

পিঁপড়ের বাসায় হিম, হিম অন্ধকার

ঐ সুড়ঙ্গে ঢুকে গিয়েছিলাম আমি আজ

পিঁপড়েরা আমায় কাটেনি তো,

পিপীলিকা কেউটের মতো নাকি

যদি না তুমি উহাদের ...

 

রাণীপিঁপড়ের মহলে জোড়হাতে:

‘রাণী মা, আমি তুচ্ছ মানুষ, আমারই ভুল,

ঢুকে গিয়েছি গহীনের প্রাসাদে,

পিঁপড়েরা খুনে নেই, খুন করে মানুষ

মেরেছে পায়ে পিষে কোটি পিপীলিকা...’

 

রাণী মা হাসেন রহস্য-হাসি।

 

আমার ধমনীতে পৃথিবীর শেষ নদী

শরীরভর্তি লাল পিঁপড়ে, বিষপিঁপড়ে

আবারও পায়ে দ’লে পিষে পিঁপড়ের দল

সুড়ঙ্গ থেকে উঠে আসি আছাড়িপিছাড়ি।

 

চেনা শহরে ঈগলু কলোনি, স্লেজগাড়ি -

আইসক্রিম পার্লারে গিয়ে ঢুকি। ভুল

উৎসবে মমিরা ঝিমায় দিনভর রাতভর

টেবিলে গলে পড়ে আইসক্রিম

অন্ধকারে মমি দম্পতি বলনাচ করে।

 

টিভিতে আমাজন জঙ্গলে আদিবাসী

পল্লীতে পাতালরেলের সুড়ঙ্গ নেমেছে।

       

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৬/এএন/তারা