জাতীয়

চরাচর || আসাদ চৌধুরী

                       

যে পাখির নাম জানি নে

কেউ কি তার বাসা চেনে?

কী রঙের? দেখতে কেমন?

আমি তার খোঁজ রাখি নি।

 

সুরটা বড্ডো চেনা-

শৈশবের গ্রামের সকাল

খুলে তার সকল কপাট

এসেছে হঠাৎ ঘরে।

 

যে পাখির নাম জানি নে

কোনো দিন দেখেছি কি?

না, মনে পড়ছে না তো,

চেনা দূর সবুজ-মাখা-

                আদরে জড়ায় তবু

                জুড়ায় এ তপ্ত হৃদয়।

     

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/এএন/তারা