জাতীয়

গান হয়ে গেছে ভাষা || আল মাহমুদ

                       

কবিতা যখন হচ্ছে না আর দুয়ার বন্ধ থাক-

গান হয়ে গেছে ভাষা কি আমার প্রাণ হলো উত্তাল,

ডাক দিয়ে গেছি বার বার আমি, আসেনি তো কেউ সঙ্গে,

পায়ের ধূলোয় ছাপ রেখে হাঁটি। এলোমেলো নানা রঙ্গে।

 

স্পর্শ করতে সাহস পাই না-আঁচল ধরতে চাই

বাতাসে ভাসছে তোমার সুরভী ছন্দ মাতাল গন্ধে-

যেন মৃগনাভী ছড়ায় তাহার গন্ধ বাহার মত্ত

চারদিকে শুধু হাওয়ার নাচন-মুদ্রায় তোলে নৃত্য

চিত্ত শীতল বিত্ত হীনের বিচিত্র আনন্দে।

 

নিজের নাভীর গন্ধে মাতাল-উন্মাদ ওগো হরিণী

ছুটে যাই বনে তোমাকে ধরতে কাছে পাই তবু ধরিনি।

 

এরই নাম যেন ভালবাসা প্রেম ওগো প্রিয়তমা প্রেয়সী,

তবু তোমাকেই ভালবাসি আমি-তুমি হৃদয়ের শ্রেয়সী।

       

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/এএন/তারা