জাতীয়

দারাজ-কেমু এক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : দেশের অনলাইন শপিং এর এক নম্বর গন্তব্য হওয়ার লক্ষ্যে এক হতে যাচ্ছে দারাজ ও কেমু।

 

সোমবার দুপুরে দারাজ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

এই দুটি কোম্পানি এক হলেও দুটি প্ল্যাটফর্মই চালু থাকবে তাদের পূর্বের নামে। তাদের কার্যক্রম এখন থেকে দারাজ গ্রুপের মাধ্যমে পরিচালিত হবে।

 

দারাজ বিজনেস-টু-কনজুমার (বি টু সি) হিসেবে ব্র্যান্ড এবং আসল প্রোডাক্ট নিয়ে কাজ করে যাবে, যা বড় বড় বিক্রেতাদের ব্যাবসা কে ভিন্নমাত্রা দান করার মাধ্যমে উচ্চ শিখরে নিয়ে যেতে সাহায্য করবে। অপরদিকে কেমু অনলাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত মার্কেটপ্লেস হিসেবে সারাসরি ক্রেতা বিক্রেতাদের বাণিজ্যিক প্লাটফর্ম হয়ে কার্যক্রম চালিয়ে যাবে।    

 

দারাজ গ্রুপের কো- সি ই ও বিয়ার্কেমিকেলস বলেন, ‘দারাজ এবং কেমু তাদের নিজ নিজ বাজারে সফলভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। এই মার্জারের মাধ্যমে আমাদের বিক্রেতারা অনলাইনে তাদের ব্যবসার বিকাশে সব থেকে ভালো সমাধান খুজে পেতে সক্ষম হবেন। তারা এখন থেকে দুটি প্লাটফর্মই ব্যবহার করে তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারবেন।’    

 

দারাজের ম্যানেজিং ডিরেক্টর বেঞ্জামিনদুফোউসিয়ে বলেন, ‘আমরা অনেক আনন্দিত। আমরা কেমুর সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও দৃঢ় একটি প্ল্যাটফর্ম গড়তে যাচ্ছি। দুটি ব্যবসা একীভূত হওয়াতে আমরা অনেকগুলো সুবিধা পেতে যাচ্ছি, যা ব্যবহার করে আমরা ব্যবসাকে নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবো।’  

 

ম্যানেজিং ডিরেক্টর, কেমু বাংলাদেশ, কাজী জুলকারনাইন ইসলাম বলেন, ‘কেমুর সি টু সি দক্ষতা এবং দারাজের সেরা বি টু সি কার্যক্রম একত্রে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে যা কিনা দুটো ব্যবসা ভিন্ন ভাবে পরিচালিত হলে অর্জন করা সম্ভব হতো না।’

     

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/মিথুন/শাহনেওয়াজ