জাতীয়

২০০ প্রতিষ্ঠানের দর বাড়ল

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে।

 

দিন শেষে মোট ৩৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে। প্রধান সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫১ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রযেছে ৪৮টির। মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৬২ লাখ শেয়ার ও ইউনিট।

 

লেনদেনের শীর্ষে রয়েছে- একমি ল্যাবরেটরিজ, কেয়া কসমেটিকস, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড ইয়ার, এনএফএমএল, ডিএসএসএল, ম্যাকসন স্পিনিং, ওএএল, ইউসিবি এবং ওয়ার ব্যাংক।

 

দর হারানোর তালিকার শীর্ষে রয়েছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সমতা লেদার, রিজেন্ট টেক্স, অগ্নি সিস্টেম, কে অ্যান্ড কিউ, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল ফিডস, পিএফ ১ম মিউচ্যুয়াল ফান্ড, ফু-ওয়াং ফুড ও ডেফোডিল কম্পিউটার।

 

সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৬/হাসান/বকুল