জাতীয়

ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকারী ৮ জন নিহত হয়েছেন : আইনমন্ত্রী

সংসদ প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সহিংসতায় আট জন নিহত হয়েছেন বলে সংসদে জানিয়েছেন সংসদকার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আইনমন্ত্রী আনিসুল হক। 

 

রোবাবার জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে সংসদ সদস্য সেলিম উদ্দিনের (সিলেট-৫) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

আনিসুল হক জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য ও দুজন সহকারী শিক্ষকসহ আট জন নিহত হয়েছেন। এ ছাড়া একজন গ্রন্থাগারিক আহত হয়েছেন।

 

মন্ত্রী আরো জানান, নির্বাচনের সময় ভোটকেন্দ্রের বাইরে আস্বাভাবিক মৃত্যুর কোনো তথ্য নির্বাচন কমিশনে নেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আহতদের ৪০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ছয় ধাপে নির্বাচনী সহিংসতায় ১৩০ জন নিহত হয়েছে। বাংলাদেশে অতীতের যেকোনো ইউপি নির্বাচনের চেয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

     

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৬/এনআর/রফিক